Header Ads Widget

পুরনো রূপে ক্লোয়ি

 

ক্লোয়ি কার্ডাশিয়ানের শেষ ইনস্টাগ্রাম পোস্টটি দেখেছেন কি?

কোথাও কি একটু খটকা লাগে? কোথায় যেন অমিল? হ্যাঁ, মাথার চুল। এই টিভি তারকাকে আমরা স্ট্রেট চুলেই দেখে অভ্যস্ত। কিন্তু সর্বশেষ ছবিগুলোয় তাঁর কোঁকড়া চুল। তাহলে কি চুল কোঁকড়া করে ফেললেন ক্লোয়ি? না, কোঁকড়া ও ঝাঁকড়া চুলই ছিল তাঁর স্বাভাবিক চুল। এত দিন তাহলে সব সময় চুল স্ট্রেট রাখতেন কেন? এর পেছনে একটা করুণ গল্প আছে। বোনদের সঙ্গে চুলের মিল না থাকায় বেশ কয়েক বছর অনলাইনে ট্রলড হচ্ছিলেন ক্লোয়ি। কিম কার্ডাশিয়ান ও কার্টনি কার্ডাশিয়ানের সোজা চুল থাকা সত্ত্বেও তাঁর চুল কেন কোঁকড়া, এই নিয়ে নেটিজেনদের আক্ষেপের শেষ ছিল না।

 

কিম আর কার্টনির চুলের সঙ্গে মিল রেখে তাই নিজের কোঁকড়া চুল স্ট্রেট করে ফেলেন ক্লোয়ি। শৈশব থেকেই চুলের এই সাজ নেওয়া শুরু করেন। একটি সাক্ষাৎকারে ক্লোয়ি বলেছেন, ‘অনেক বছর ধরেই চুল সোজা করার ট্রিটমেন্ট নিচ্ছি।’ হঠাৎ চুলের পুরোনো ধরনে ফিরে যাওয়ার হেতু কী? কোভিড-১৯ সংক্রমণ। ২০২০ সালে করোনায় আক্রান্ত হন ক্লোয়ি। এখন আর চুলের এই ট্রিটমেন্ট নিচ্ছেন না। তবে তিনি এ–ও জানিয়েছেন, কোঁকড়া চুলই তাঁর পছন্দ।

এই প্রক্রিয়া থেকে ক্লোয়ির শিক্ষা কী? টুইটারে একবার তিনি লিখেছেন, ‘মানুষ যেভাবে চায়, সেভাবে বাঁচার চেষ্টা করো না। নিজের সুখের দিকে মনোযোগ দাও।’

Post a Comment

0 Comments