চাকরি দেওয়ার নাম করে একটি চক্র কয়েক ব্যক্তির কাছ থেকে ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে জড়িত ওই চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল শনিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ছয় আসামি হলেন ফিরোজ ওরফে শাহরুল ইসলাম (২৯), আবদুল কুদ্দুস (৩৪), মাঈনুল ইসলাম (৩৪), বিল্লাল হোসেন (৪১), তৌকির আহমেদ (২৬) ও কফিল উদ্দিন চৌধুরী (৬০)।
পুলিশ কর্মকর্তা সরোয়ার জাহান প্রথম আলোকে বলেন, চক্রটি জাতীয় পত্রিকায় চাকরির বিজ্ঞাপন প্রচার করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে আবেদন গ্রহণ করত। চাকরি দেওয়ার নাম করে তারা ১২ লাখ টাকা আত্মসাৎ করেছে।
পিবিআই বলছে, ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি দেখে গত ২৮ জুন এক ব্যক্তি কথিত প্রতিষ্ঠানের ঠিকানায় জীবনবৃত্তান্ত পাঠান। পরের দিন চক্রের সদস্যরা একটি মুঠোফোন নম্বর থেকে ওই ব্যক্তির মুঠোফোনে খুদে বার্তা দিয়ে জানায়, তিনি ইউনিয়ন স্বাস্থ্য কমিউনিটি কেন্দ্রের জেলা প্রোগ্রাম অফিসার নির্বাচিত হয়েছেন।
তখন তাঁকে ১ হাজার ৯৪০ টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে বলা হয়। পরে ওই ব্যক্তি টাকা পাঠান। পরে আরও চার হাজার টাকা চায় কথিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা। পরে ওই ব্যক্তি বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। চক্রের সদস্যরা প্রশিক্ষণ দেওয়ার নাম করে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে নানাভাবে টাকা আদায় করে থাকে।



0 Comments