রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার চরে দেশীয় দুটি পিস্তল, একটি শটগান ও তিনটি গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
রোববার দুপুরে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের লক্ষ্মীনগর মোল্লাপাড়া চর এলাকা থেকে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পুলিশ তাঁদের আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরের গোলাবাড়ী গ্রামের বাবু প্রামাণিকের ছেলে মিঠন আলী (২১), এনামুল হকের ছেলে তুহিন আলী (২২) ও একই এলাকার ভাংগা গ্রামের ছলেমান হোসেনের ছেলে মমিন হোসেন (২৩) দীর্ঘদিন ধরে উপজেলার লক্ষ্মীনগর, কালিদাসখালী এলাকায় মাছ ধরা নৌকা ও বাজারের ব্যবসায়ীদের কাছে চাঁদাবাজি করতেন। স্থানীয় লোকজন পুলিশের সহায়তায় তাঁদের আটক করেন। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় পিস্তল, একটি শটগান ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।
চকরাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল আযম বলেন, ‘মিঠন, তুহিন, মমিন দীর্ঘদিন থেকে পদ্মার চরের মাছ ধরা নৌকা ও চরের বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের কাছে প্রতিনিয়ত চাঁদাবাজি করতেন। বিষয়টি আমাকে তাঁরা কিছুদিন থেকে জানিয়েও আসছিলেন। এলাকার লোকজন কোনো উপায় না পেয়ে পুলিশের সহায়তায় তাঁদের আটক করেন।’
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, স্থানীয়
লোকজনের সহায়তায় চাঁদাবাজি করা অবস্থায় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।
তাঁদের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো
হয়েছে।



0 Comments