আজ সোমবার। বেলা ১১টা বাজে। বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়ছে। নদীর তীরে ফুটে আছে কাশফুল। মাছগুলো লাফাচ্ছে নদীতে। দেখতে ভারি সুন্দর লাগছে। এত বড় বড় মাছ আমি কখনো দেখিনি। বৃষ্টিতে শাপলা ফুল ফুটে উঠছে। এর আগে কোনো দিন আমি শাপলা ফুল ফুটতে দেখিনি। ভিজে ভিজে নৌকা চালিয়ে যাচ্ছে মাঝি। রাস্তার ধারের শিউলিতলায় শিউলি ফুল পড়ে আছে। বেশ লাগছে দেখতে। আমি শিউলিগাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছি। বৃষ্টি হলেই আমি এই শিউলিতলায় এসে ভিজি।
হঠাৎ মাঝি আমাকে ডেকে বললেন, ‘এই মেয়ে, কোথায় যাবি?’ আমি বললাম, ‘না চাচা, আমি কোথাও যাব না।’ আমার উত্তর শুনে চলে গেলেন মাঝি। একটু একটু করে বৃষ্টি থেমে গেল, উঠল রোদ। বৃষ্টি থেমে রোদ ওঠায় মন খারাপ হয়ে গেল আমার। আমি বাড়ি চলে এলাম।
পরদিন শিউলিতলায় গিয়ে দেখি, অনেকগুলো বাচ্চা চেঁচামেচি করছে। এগিয়ে দেখি, আমার প্রিয় শিউলিগাছটাকে কেটে ফেলছে কিছু লোক। আমি লোকগুলোকে বললাম, ‘আপনারা গাছটি কেন কাটছেন?’ একজন লোক বলল, ‘গাছটা কাটতে হবে, আমরা সরকার থেকে এসেছি। আমাদের সরকার থেকে পারমিশন দেওয়া হয়েছে। এখানে রাস্তা তৈরি হবে। আরেকটি কথা বলি মেয়ে, তুমি জানো না এটা সরকারি জমি।’ আমি বললাম, ‘হ্যাঁ, আমি জানি, এটা সরকারের জমি, কিন্তু গাছ কেটে কী লাভ?’ লোকটি বলল, ‘বেশি কথা বোলো না তো। আমাদের কাজ করতে দাও।’
আমি বারবার তাদের শিউলিগাছটি না কাটার জন্য অনুরোধ করলাম। তারা আমার কথা শুনল না। প্রিয় শিউলিগাছটি কেটে ফেলায় আমার মনটা খুব খারাপ হলো। এখন আমার আর বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না!
লেখক: পঞ্চম শ্রেণি, আমাদের পাঠশালা



0 Comments